Sylhet Professional Technical Institute

A Private Polytechnic Institute

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

Head Of The Department

image/staff/Md. Fozle Rabby.png
Md. Fazle Rabby

E-mail: rabbyfazle746@gmail.com
Contact: 01734033583

ভূমিকা


Generic placeholder image
ইলেকট্রিসিটির পাওয়ার হাউস ডিজাইন ও তার রক্ষণবেক্ষণ, ইলেকট্রনিক্স সংক্রান্ত যাবতীয় বিষয়, টেলিকমিউনিকেশন, ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত আর মুদি দোকান যেখানেই যান বিদ্যুৎ দরকার হবেই। এই বিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ, বিতরণ, বিদ্যুৎ পরিচালনা পদ্ধতি, ক্যাবল লাইন স্ট্রাকচার থেকে শুরু করে এর সবরকম ব্যবস্থাপনার সাথে জড়িত একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা পুঁথিগত বিদ্যা, মেধা ও দক্ষতার মাধ্যমেই পরিচালনা করছেন সারা দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে।

চাকরির ক্ষেত্র


হাই ভোল্টেজ ক্যাবল লাইন, পাওয়ার জেনারেটর প্লান্ট, হাউজ ওয়্যারিং, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের রয়েছে একটা বড় চাকুরীর ক্ষেত্র। বর্তমান সময়ে দেশে বিদেশে তড়িৎ প্রকৌশলীদের জন্য রয়েছে উচ্চ ও সম্মানজনক জীবিকা নির্বাহের সুযোগ। সহজ কথা দেশে বা বিদেশে এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইলেকট্রিক্যাল ডিপ্লোমাধারীদের চাকুরির ক্ষেত্র নেই। পদসমূহ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পর একজন ছাত্র/ছাত্রী যে সমস্ত পদে অধিষ্ঠিত হতে পারেন সেগুলো হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ল্যাব-টেকনিশিয়ান, প্রধান ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর এবং অন্যান্য।
Generic placeholder image

শিক্ষা এবং পরীক্ষা পদ্ধতি


Generic placeholder image
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম সর্বমোট ৪ বছর মেয়াদী এবং ৮ সেমিষ্টার ভিত্তিক। প্রতি ৬ মাস পর পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ম সেমিষ্টার হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং সেমিষ্টার। এছাড়াও ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস টেষ্ট, কুইজ টেষ্ট, বিতর্ক প্রতিযোগিতা এবং অন্যান্য সমাজ সচেতনতা মূলক অনুষ্টানে অংশগ্রহণ করতে হয়। সফলতার সাথে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীগণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদপত্র লাভ করবেন।

Campus Facilites

Wifi
Well Lab
Low Cost
Hostel
Up to 50% Waiver
Rich Library
Contact us
Sylhet Professional Technical Institute
Address: KMSS Bhaban, Dargah Gate, Sylhet-3100

Email: spti.spci@gmail.com

Phone: +8801734033583, +8801309136028

Web: www.sptibd.com